সোনাতলা বাসীর আগামী ৫০ বছরের বিদ্যুতের চাহিদা পুরণ হয়েছে— আব্দুল মান্নান এমপি
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া ১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন আগামী ৫০ বছরে সোনাতলার জন্য বিদ্যুতের যে চাহিদা তা পুরন হয়েছে। সোনাতলাবাসীর জন্য দুটি সাব ষ্টেশন করা হয়েছে। গতকাল সুজাইতপুর চামুরপাড়া গ্রামে বিদ্যৃতের উদ্বোধন কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।সোনাতলা সদর ইউনিয়ন ১র্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকেন্দার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারিয়াকান্দী আওয়ামীলীগের সভাপতি এমপি পতিœ সাহাদারা মান্নান,সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু,উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন সোনাতলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, বগুড়া পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানাজার কামরুল ইসলাম গোলজার,পাকাল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত,মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রুস্তম আলী মন্ডল,তেকানী ইউপি চেয়ারম্যান সামছুল হক মাষ্টার,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, ুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহের,নিপুন আনোয়ার কাজল প্রমূখ । অনুষ্টানপরিচালনা করেন শাহ আলম মুন্সি।