সোনাতলা যমুনা টোব্যাকো ফ্যাক্টরী সিলগালা ঃ ছবি তুলতে সাংবাদিকদের বাধা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:13 AM, 18 March 2017

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত মোস্তাফিজার রহমান সাদা মিয়ার যমুনা টোব্যাকো ফ্যাক্টরী তে আবারো সিলগালা। সরেজমিনে গিয়ে যানাযায়,কাস্টম,এক্য্রাইজ ও ভ্যাট কমিমনারেট রাজশাহী বিভাগের চলতি দায়িত্ব প্রাপ্ত কমিশনার মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত তারিখ ১৫-০৩ ২০১৭ আদেশ সংক্রান্ত সিগারেটের মূল্যস্তর ভেদে ষ্ট্যাম,ব্যান্ডরোল ব্যাবহার এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশধ নিশ্চিত করার লক্ষে পন্য উদপাদন ও খালাস তদারকি করন আদেশ সংশোধন অনুপতে জাতীয় রাজস্ব বোডের “জিরো টলারেন্স” নীতির সুষ্ঠ বাস্তবায়নের জন্য মূল্য সংযোজনকর বিধিমালা ১৯৯১ এর বিধি-৩৯ মোতাবেক শর্ত সাপেক্ষে প্রতিদিন সকার ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চালু রাখার আদেশ জারি করেন। আদেশ পত্র নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা কাস্টম উপ কমিশনার এক্য্রাইজ ভ্যাট নুর উদ্দিন মিলনসহ রাজস্ব বোডের কর্মকতা কর্মচারীগন ওই আদেশ পত্রটি নিয়ে ফ্যাক্টরীতে আসেন, খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ফ্যাক্টরীতে যান এসময় ফ্যাক্টরীর গোডাউন পরিদর্শন কালে সাংবাদিকরা ছবি তুলতে গেলে বগুড়া জেলা সহকারী রাজস্ব কর্মকর্তা মন্জুরুল ইসলাম বাধা প্রদান করেন । পরে এরুপ আচারনের জন্য সাংবাদিকরা কাষ্টম অফিসার নুর উদ্দিনকে অবহিত করলে বিষয়টির জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন। ঘটনার পরে ওই ফ্যাক্টরীর কর্মচারীদের কাছে জানা যায়, সহকারী কর্মকর্তা মন্জুরুল ইসলাম এর আগে ফ্যাক্টরীর মূল গেটম্যান রফিক ও মহিলা শ্রমিক মর্জিনা বেগমকে গেট খুলতে দেরি হওয়ার জন্য ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ ব্যাপারে ফ্যাক্টরীর মালিক মোস্তাফিজার রহমান সাদা গত ২০-০২-২০১৭ তারিখে সোনাতলা থানায় অভিযোগ দাখিল করেন ।

আপনার মতামত লিখুন :