সোনাতলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুজাইতপুর পূর্বপাড়া বায়তুন নূর মসজিদ কমিটির নিম্ন আয়ের মানুষের মাঝে সহায়তা প্রদান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:21 PM, 28 April 2020

সংবাদ আজকালঃ সোনাতলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুজাইতপুর পূর্বপাড়া বায়তুন নূর মসজিদ ও বাহ্লুম উলুম মাদ্রাসার পরিচালনা পর্ষদের কয়েকজন হৃদয়বান ব্যক্তির উদ্দোগে দেশের ক্রান্তিলগ্নে স্হানীয় ১১৫ জন মানুষের হাতে রমজানের শুভেচ্ছা প্যাকেজ তুলে দেন। প্যাকেজে ছিল চাল -৫কেজি,মশুর ডাল ১/২ কেজি,আলু ১কেজি, চিনি ১/২ কেজি, ছোলা ১/২কেজি, খেজুর ১/২ কেজি, সয়াবিনতেল ১/২ কেজি, সেমাই ১/২ কেজি ইত্তাদি।
উক্ত সুভেচ্ছা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আ,লীগ নেত্রী জনাবা সাহাদারা মান্নান শিল্পি, উপজেলা চেয়ারম্যান জনাব মিনহাদুজ্জামান লীটন, মরহুন নেতা আ,মান্নান এর ছেলে তনয় সজল, স্হানিয় চেয়ারম্যান মাহাবুবুল আলম বুলু, শাহ্ আলম মুন্সি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নজরুল ইসলাম মুন্সি।

আপনার মতামত লিখুন :