সোনাতলা সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১০৭১ জন ভোটারের মধ্যে ৫৭২ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচনে তরিকুল ইসলাম ২৪৬ ভোট (১ম), মোঃ নুরে আলম সিদ্দিক সত্য ২৩৩ ভোট ( ২য় ) এবং আলহাজ্ব কাজী শাহজাহান ২১৮ ভোট (৩য়) পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও দাতা সদস্য হিসেবে জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম।