স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়নে আ.লীগ সমর্থিতদের বিজয়ী করুন….রিপু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:59 PM, 29 January 2016

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদর আওয়ামীলীগের সদস্য ও লাহিড়ীপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আজহারুল হান্নান রিপু বলেছেন বর্তমান সরকার উন্নয়নের সরকার, এ সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হয় তাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে আওয়ামী সমর্থিত ব্যাক্তিদের নির্বাচিত করার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার সদরের পীরগাছা সনাতন সংঘের উদ্যোগে শটপিচ ফাইনাল ক্রিকেট টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। লাহিড়ীপাড়া ইউনিয় আওয়ামীলীগের যুগ্মসম্পাদক উজ্জল চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, এ সময় সমাজসেবক নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, চিকিৎসক অমল চন্দ্র বল, সন্তোষ চন্দ্র নিয়োগী,অসীম সরকার,সুজন চন্দ্র,পরিমল চন্দ্র,কুমোদ কুমার,সুমন চাকী,পল্বব কুমার দেবাশীষ সরকার উপস্থিত ছিলেনু। খেলায় ধাওয়াকোলা সনাতন সংঘকে পরাজিত করে পীরগাছা সনাতন সংঘ বিজয়ী হয়।

আপনার মতামত লিখুন :