স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টেবিল ফ্যান মার্কা শফিকুল ইসলাম শফির মোটর সাইকেলের নির্বাচনী শো- ডাউন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:44 PM, 21 July 2019

মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের উপনির্বাচনে রায়নগর ইউপি সদস্য মোঃসাইফুল ইসলামে নেতৃত্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (টেবিল ফ্যান মার্কা) শফিকুল ইসলাম শফির শতাধিক মোটর সাইকেলের নির্বাচনী শো- ডাউন বের করেন,সুদামপুর বন্দর থেকে এতে সফর সংগী হেসাবে উপস্থিত ছিলেন, মোঃসাইফুল ইলাম, মোঃজায়া, মোঃসিরাজুল ইসলাম,মোঃরুবেল,সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন :