সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবি শিক্ষার্থীর অকাল মৃত্যু
আবু তাহের পলিন, স্টাফ রিপোটারঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী তাহেরা ফাইয়াজ মৌ।মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্য হয়েছে
আজ শুক্রবার(১২জুন) সকাল ৯ টায় মৌ বাসা থেকে তার খালতো ভাইয়ের সাথে বাইকে করে বিশ্ববিদ্যালয়ে আসে।
জানা যায়, মৌ বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে ভাড়া থাকতো।মেস থেকে প্রয়োজনীয় বই এবং জিনিসপত্র নিয়ে বাইকে করে বাসায় ফেরার পথে ঢাকা দিনাজপুর মহাসড়কের মঙ্গলপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মৌ বাইক থেকে ছিটকে পরে যায় এবং অপর একটি ট্রাকের নিচে পিষ্ঠ হয়।
এদিকে মৌ এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবি পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। তিনি তার আত্মার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে আহত অবস্থায় তাহেরে ফাইয়াজ মৌকে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজে আইসিইউ তে নেওয়া হলে,কিছুক্ষণ পর কর্ত্যব্যরত চিকিৎসক ফাইয়াজ মৌ কে মৃত ঘোষণা করেন। তহেরে ফাইয়াজ মৌ এর বাসা দিনাজপুরের সেতাবগঞ্জে।