১৫ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে উট পাখি মার্কায় ভোট দিন —————আব্দুল লতিফ মন্ডল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:08 PM, 24 December 2015

 

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল বলেছেন, আল্লাহ আমাকে যে কয়দিন জীবিত রেখেছেন ততদিন জনগণের সেবা করে বেঁচে থাকতে চাই। জনসাধারনের সুখে দু:খে তাদের সাথী হয়ে থাকতে চাই। তিনি বলেন, আমার সুযোগ্য পুত্র আমিনুল ইসলামও জনসাধারনের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নিতে চায়। এবার আমিনুল বগুড়া পৌরসভার বর্ধিত এলাকা ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছে। তিনি বলেন, বিগত সময়ে যারা নির্বাচিত হয়েছিল তারা এলাকার উন্নয়নে কোন কাজ করেনি। আমি দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই, আমার ছেলে আমিনুল যদি কাউন্সিল নির্বাচিত হয় তাহলে এলাকার সকল উন্নয়নমূলক কর্মকান্ডে সে অগ্রনি ভূমিকা পালন করবে। তিনি বৃহস্পতিবার সকাল ৮ টায় ছোট কুমিড়া মধ্যপাড়া এলাকায় গণসংযোগ করার সময় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে এসব বলেন এবং তার ছেলের নির্ধারিত উটপাখি মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাত্তার মোল্লা, আনিছার জিলাদার, আলতাফ জিলাদার, আলহাজ্ব আবুল বরকত, রেজাউল করিম, আব্দুস ছালাম, আতাউর রহমান খোকন,আবুল খায়ের, মোহাম্মাদ আলী,আব্দুর রশিদ পাইকার, নুরুল আলম, ছামছুল ইসলাম ঠান্ডু, ছামছুল আলম সুকু, কাজী আবুল বাসার, মাহবুব সাঈদী প্রিন্স, আব্দুর রউফ, ডা: আতিকুর রহমান, রনজু, শামিম, ফরহাদ,পরস আরেফিন, সালেহীন, মিজান, রাশেদীন, সহ ১৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :