বগুড়ার জয়পুরপাড়া ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার জয়পুরপাড়া ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান বগুড়া জেলা ব্র্যাক প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রির সভাপতিত্বে মঙ্গলবার সকাল ৯ঃ০০ টায় অত্র বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, ক্রীয়া শপত বাক্য পাঠ ও মশাল নিয়ে মাঠ প্রদক্ষিনের মাধ্যমে দিনের শুভ সূচনা শুরু করা হয় । উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি রাজশাহী অঞ্চল সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক খান মোহাম্মদ ফেরদৌস । দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে নৃত্য পরিবেশিত হয় । অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বগুড়া পৌরসভার ১৬, ১৭ ও ১৮ নং ওয়াডের্র সংরক্ষিত মহিলা কাউন্সিলর সূর্বনা আক্তার (মুক্তি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি বগুড়া এলাকা ব্যবস্থাপক (বি.পি.এস) শাহানারা বেগম, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাফুজার রহমান, সদস্য আবু তাহের, এনামুল প্রাং, ইমরান মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রওশন জামেলা গ্র“প কুষ্টিয়ার পরিচালক মাসুদ রানা ,তরিকুল এন্টারপ্রাইজ প্রোঃ নজরুল ইসলাম, ব্র্যাক শিক্ষা কর্মসূচি বগুড়া এলাকা ব্যবস্থাপক (শিশু নিকেতন) , বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, সহঃ শিক্ষক রাজিয়া খাতুন, হোসনেয়ারা, মিনু, দিনা খাতুন ,তাপসী রানী, রুমি উলফাত, সুরাইয়া বেগম প্রমুখ। এছাড়াও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।