অবাদে বালু উত্তেলন হুমকীর মূখে সোনাতলা আরিয়াঘাট ব্রীজ ঃ নিরব প্রশাসন!

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:15 PM, 30 November 2016

সোনাতলা( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা উপজেলার আরিয়াঘাট ব্রীজ টি এখন হুমকীর মূখে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে । প্রতিনিয়ত একটি চক্র ওই ব্রীজের সন্নিকটে ড্রেজার মেশিন দিয়ে ভ’ গর্ভ হতে অবাদে বালু উত্তেলন করে বিক্রি করে আসছে যার ফলে ব্রীজটির পিলার দেবে যাওয়ার আশংখা দেখা দিয়েছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রীজের মাত্র ১০০গজ দুরুত্ব থেকে ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তেলন করছে এক ব্যাবসায়ী ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তেলন করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, প্রশাসন কে ম্যানেজ করেই আমরা বালু উত্তেলন করছি। এবং স্থানীয় জমির মালিক কে ২৫ হাজার টাকা দিয়ে জায়গা কিনে নিয়েছি। এ ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাসিনের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি আমি জেনেছি অতি দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।

আপনার মতামত লিখুন :