আলোর প্রদীপ ও ক্রীকপ্লাটুন এর যৌথ আয়োজনে সোনাতলা ৬ বিদ্যালয়ে  ফল উৎসব

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:19 PM, 07 July 2019

সাজেদূর আবেদিন শান্তঃ
ফলের মৌসুমে আলোর প্রদীপ ও ক্রীকপ্লাটুন এর যৌথ উদ্যাগে সোনাতলার শিশুরা মেতে উঠলো ফল উৎসবে । শনিবার সোনাতলা উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হলো এই মৌসুমি ফল উৎসব। সামাজিক সংগঠন আলোর প্রদীপের “জামিল আকতার বীনু দরিদ্র শিক্ষার্থী পুষ্টি প্রকল্প” এর আওতায় ও মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ক্রীকপ্লাটুনের যৌথ আয়োজনে উপজেলার সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়িয়া চকনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিল্লুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও সোনাতলা থিয়েটার সভাপতি নিপুন আনোয়ার কাজল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ এর নওগাঁ ডিপো ইনচার্জ মনিরুজ্জামান আকন্দ, বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল, ক্রীকপ্লাটুন এর সমন্বয়কারী রাশেদুজ্জামান রণ ও সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে রাব্বী আরিফ।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফল উৎসবে উপস্থিত ছিলেন আমলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, আড়িয়া চকনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা আকতার, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা বেগম,মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, প্রতিষ্ঠানগুলোর শিক্ষকমন্ডলী, আলোর প্রদীপ সদস্য সাজেদুর আবেদীন শান্ত, রাকিবুল রুশাদ, হানিফ, ইমন, ক্রিকপ্লাটুন এর সদস্য এবি রাব্বী, সায়েম ও মামুন।
ফল উৎসবে শিক্ষার্থীদের আম,নটকোল, খেজুর, কলাসহ অন্যান্য মৌসুমী ফল ও ডিম খাওয়ানো হয়।

আপনার মতামত লিখুন :