আ.লীগ ৫ বিএনপি ১ স্বতন্ত্র ৫ গাবতলীতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ইউপি নির্বাচন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:29 PM, 25 April 2016

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বগুড়ার গাবতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন তৎপরতার কারণে কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটেনি। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ জয়ী হয়েছে রামেশ্বরপুর ইউনিয়নে রফি নেওয়াজ খান রবিন, নিকটতম হয়েছেন বিএনপি মনোনীত আঃ ওহাব মন্ডল, নাড়–য়ামালা ইউনিয়নে গোফ্ফার আলী, নিকটতম বিএনপি মনোনীত ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, নেপালতলী ইউনিয়নে লতিফুল বারী মিন্টু, নিকটতম বিএনপি মনোনীত জুলফিকার হায়দার গামা, দূর্গাহাটা ইউনিয়নে আঃ মতিন মিঠু, নিকটতম বিএনপি মনোনীত আঃ হান্নান এবং সোনারায় ইউনিয়নে তারাজুল ইসলাম, নিকটতম (স্বতন্ত্র) মোরশেদুল ইসলাম বাবুল। বিএনপি জিতেছে কাগইল ইউনিয়নে আগা নিহাল বিন জলিল তপন, নিকটতম আ.লীগ মনোনীত শফি আহম্মেদ স্বপন, আর স্বতন্ত্র প্রার্থীরা জয়ের মুখ দেখেছেন গাবতলী সদর ইউনিয়নে আলমগীর হোসাইন খান, নিকটতম বিএনপি মনোনীত মতিউর রহমান কামাল, দক্ষিণপাড়া ইউনিয়নে আমিনুল ইসলাম সাইফুল, নিকটতম আ.লীগ মনোনীত এ্যাড. রফিকুল ইসলাম, বালিয়াদিঘী ইউনিয়নে মাহবুবুর রহমান, নিকটতম আ.লীগ মনোনীত ইউনুছ আলী ফকির, নশিপুর ইউনিয়নে নজরুল ইসলাম মিন্টু, নিকটতম বিএনপি মনোনীত রাজ্জাকুল আমীন রোকন এবং মহিষাবান ইউনিয়নে আমিনুল ইসলাম, নিকটতম স্বতন্ত্র জাহিদুল ইসলাম স্বপন।

জানা গেছে, গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে হামলা, কেন্দ্র দখল ও সহিংসতার আশঙ্কা থাকলেও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিচারিক ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, বিজিবি, ষ্ট্রাইকিং ফোর্স, পুলিশ বাহিনী ও আনছার ভিডিপির সদস্যের কঠোর নজরদারীর কারণে কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে গাবতলী মডের থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া গাবতলীতে ইউপি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তবে বিভিন্ন অপরাধে ৪জনকে আটক করা হয়েছে। এরা হলো বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের মৃত আঃ কুদ্দুসের ছেলে রফিকুল (৪৩), সাহেব আলীর ছেলে সাইফুল (২৫), আঃ হামিদের ছেলে শহীদুল (২১) এবং নাড়–য়ামালা ইউনিয়নের মেন্দিপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে স্বপন (৪০)।

আপনার মতামত লিখুন :