ইউপি নির্বাচনে সোনাতলার মধুপুর ইউনিয়নের দুই প্রিজাইডিং অফিসার কে দায়ীত্বে থেকে অব্যাহতি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:43 PM, 30 March 2016

সোনাতলা বগুড়া প্রতিনিধিঃ দ্বীতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নে দায়ীত্ব পাওয়া দুই প্রিজাইডিং অফিসার কে প্রত্যাহার করা হয়েছে। জানাযায় মধুপুর ইউনিয়নের শালিখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দায়ীত্ব পাওয়া বালুয়া হাট ডিগ্রি কলেজের প্রভাষক রুহুল আমিন কে প্রত্যাহার করে এর যায়গায় উপজেলা ইলসষ্ট্রাকটর রিসোস সেন্টার অফিসার মনিরুজ্জামান ও দড়িহাঁসরাজ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়ীত্ব পাওয়া আব্দুল আজিজ কে প্রত্যাহার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান কে দায়ীত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী আফিসার হাবিবুর রহমান বিষয় টি নিশ্চিত করেন। উল্লেখ্য “বগুড়ায় প্রিজাইডিং অফিসারের দায়ীত্বে ক্ষমতাশীনরা” শিরোনামে যুগান্তর সহ বেশ কয়েকটি পত্রিকায় খবর ছাপা হয়। এবং ওই ইউনিয়নের জামায়াত নেতা (স্বতন্ত্র )চেয়ারম্যান প্রার্থী ডা. আবদুল আলীম নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করার ফলে নির্বাাচনের দায়ত্বে থাকা রিটানিং অফিসার ওই দুটি প্রিজাইডিং অফিসারের দায়ীত্বে থেকে অব্যাহতি দিয়েছে।

আপনার মতামত লিখুন :