ঋতুরাজ বসন্তের আগমন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  12:34 AM, 13 February 2021

শাহাব উদ্দীন (রাফেল) স্টাফ রিপোটারঃ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ॥

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,এই গানটি মনে করিয়ে দেয় ফাগুন এসেছে আমাদের মাঝে।

কে কত টা রঙিন হতে পারে ফুলে ফুলে যেন সেই প্রতিযোগিতা। ফুলের কানে কানে যেন বলে যাচ্ছে মুগ্ধতার অনুভব নতুন রুপে সাজতে, গাছেরাও হচ্ছে প্রস্তুত। প্রকৃতিতে অনুরুনিত হচ্ছে ঝড়া পাতার গান।ক্লান্ত দুপুরে কোকিলের কহুতানে রোমাঞ্চিত বিষন্নত।

বসন্ত মানে সবত্রই ঘোষিত অঘোষিত উৎসব সবাই যেন মেতে উঠে অনিবাচিন আনন্দে কথা ও সুরে মাত্রা পায় বসন্ত আবাহন।

যুগে যুগে তরুন মন হয়েছে উরজ্ঞ প্রিয়জনকে মনের কথাটি জানাবার আকাঙ্ক্ষা যেমন তীব্র হয় ততটাই গভীর হয় প্রতিক্ষা গভীর তার হৃদয়ে বুদ বুদ হয়ে উঠা প্রতিক্রীয়া আর মাখামাখি আবেগে ভরে উঠে কাগজের বুক।চিঠি আদান প্রাদানে ভরে থাকে অব্যাক্ত সুখ।

আজকের এই ডিজিটাল যুগে সেই সুখানুভূতি কয়জনি বা পায়। কারন চিঠির ব্যবহার কমেছে উল্লেখ যোগ্য ভাবে তবুও আবেদন টুকু কি পুরো পুরি হাড়িয়ে গেছে ঋতু রাজা বলে কথা।

বসন্ত এমন সাজ সাজ রব ফেলে তার আগমন শীতের ঝড়া থেকে শুধু প্রাকৃতিকে নয় এ মক্তি দেয় মানুষের দেহ ও মন কে সবার মনের গ্লানি হিংসা
বিদ্বেষ শেষ হয়ে যাক প্রিয় বসন্তের মিষ্টি জাগানো অনুভূতিতে সবার ভালো থাকা ভালোবাসায় থাকা শুরু হোক এই ফাল্গুনে এটাই প্রত্যাশা।

আপনার মতামত লিখুন :