একজন মাদকাশক্ত ব্যক্তি ভালো সংস্পর্শ পেলে তারা পূর্বের জীবনে ফিরে আসতে পারে —শামীম আহম্মেদ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:25 PM, 07 February 2016

অব্দুল বারী মহাস্থান(বগুড়া) প্রতিনিধি: মাদক মুক্ত জীবন চাই, বাঁচার মত বাঁচতে চাই। গতকাল বিকেলে বগুড়ার মাটিডালি বিশ্বরোড নওদাপাড়ায় মাদকাশক্তি পূর্নবাসনের উদ্যোগে ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও মঞ্জুরুল আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মাদকাশক্ত নিয়ন্ত্র অধিদপ্তর এর উপ পরিচালক শামীম আহম্মেদ। তিনি বলেন, একজন মাদকাশক্ত ব্যক্তি ভালো সংস্পর্শ পেলে তারা পূর্বের জীবনে ফিরে আসতে পারে। এজন্য আই.আর.এ যে কর্মসূচী গ্রহন করেছে তা একজন মাদকশক্ত ব্যক্তির পূর্নবাসনে সহায়ক হবে। এজন্য আমাদের সবার উচিত মাদককে না বলা। মাদকাসক্তি পুর্নবাসন ও চিকিৎসা সহায়তা আই.আর.এ এর সাফল্যের ১৪ বছর পূর্তিতে এ কেন্দ্রের কর্মকর্তাদেরকে বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানায় এবং তাদের সকল সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক সহযোগিতা দেবো। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সির আলহাজ্ব মেজবাহুল হামিদ মেজবা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, শামীম রেজা, জাফরি, টুটুল, লিটন, পলাশ, কামরুল হাসান নয়ন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কেক কেটে ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

আপনার মতামত লিখুন :