এসএ গেমস এ “স্বর্ণজয়ী” রিতু মনিকে ফুল্লেল শুভেচ্ছা

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  08:39 PM, 11 December 2019

জাহিদুল ইসলাম জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বুধবার দুপুর ১২টায় রিতু মনি সারিয়াকান্দিতে আগমন করলে সারিয়াকান্দি বাসী ফুল্লেল শুভেচ্ছায় শিক্ত করলো স্বর্ণজয়ী জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম খেলোয়ার সারিয়াকান্দির রিতু মনিকে। বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ০৮ নং ওয়ার্ডের বাড়ইপাড়া গ্রামের পিতা মো: মোজাম্মেল হক ও মাতা মোছা: রাজিয়া বেগমের ঘরে জন্ম নেয় রিতু মনি। এক ভাই, তিন বোনের মধ্যে রিতু মনি তৃতীয়। ১২ বছর বয়সে মারা যায় পিতা মোজাম্মেল হক।

১৭ বছর বয়সে মারা যায় মা রাজিয়া বেগম, ওই বড় ভাই জুয়েলের উপর বর্তায় সংসার প্রতিপালনের দায়িত্ব। তিন বোনকে অতিকষ্টে লেখা পড়া শেখানোর পাশাপাশি রিতু মনিকে খেলাধুলায় উৎসাহিত করেন। জুয়েলের প্রচেষ্টায় রিতু মনি সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় হইতে এস,এসসি পাস করে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ হইতে এইচ,এস,সি ও বি,এ ডিগ্রী অর্জন করে। পাশাপাশি চালিয়ে গেছে খেলাধুলা। খেলাধুলা অনুশীলন কালে বড় ভাই জুয়েল মাঠে বসে থাকতো রিতু মনি অনুশীলন করতো। এমনিভাবে চলে আসছিলো রিতু মনির খেলাধুলা। ডিভিশন খেলায় ২০১০ সালে রাজশাহী ২০১১সালে ঢাকায় উত্তীর্ণ হওয়ার পর ২০১২ সালে রিতু মনি স্থান করে নেয় জাতীয় মহিলা টিমে।

জাতীয় মহিলা টিমের খেলোয়ার হিসাবে রিতু মনিরা এসএ গেমস এ অংশ গ্রহণ করে স্বর্ণজয় করে বাংলাদেশের সুনাম উজ্জল করেছে। দেশের সাথে সাথে রিতু মনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সুনাম অর্জন করেছে। রিতু মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সারিয়াকান্দির রাজনৈতিক,সামাজিক, সাংকৃতিক, সাংবাদিক, বর্ণিক সমিতি, সহ উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহি অফিসার রাসেল মিয়া। রিতু মনি এগিয়ে যাক এই দোয়া ও প্রত্যাশা সারিয়াকান্দি বাসীর।

আপনার মতামত লিখুন :