কমলগঞ্জে টিলা কাটার মহোৎসব বিপর্যস্ত হচ্ছে পরিবেশ

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  05:22 PM, 21 June 2020

মোশারফ হোসেন কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অপরিকল্পিত ভাবে চলছে টিলা কাটার মহোৎসব। স্থানীয় প্রভাবশালীরা পাহাড়ের মাটি কেটে বিক্রি করছেন।

গত ১৩ নভেম্বর বাদে উবাহাটা গ্রামে টিলা কেটে মাটি নেয়ার পর টিলা ধস্বে মাটি চাপায় আমেনা বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে । জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রাম ,কালেঙ্গা সহ কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদেউবাহাটা ,সরইবাড়ি এলাকায় গেলে চোখে পড়ে উচ্চতার টিলাগুলো দিবালোকে কাটার দৃশ্য। এসব টিলা ও পাহাড়ের মাটি কেটে বিক্রি করছে পাহাড়খেকোরা। টিলা ও পাহাড়ের মাটি দিয়ে ভরাট করা হচ্ছে ফসলি জমি। একদিকে যেমন হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তেমনি দিন দিন কমছে কৃষি জমি।

অভিযোগ রয়েছে, সরকার দলীয় কতিপয় নেতার মাধ্যমে সংশ্লিষ্টদের ম্যানেজ করেই টিলা কাটার মহোৎসব চলছে। পাহাড়ি টিলা কটে সাবাড় করায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে পাহাড় ধ্বসের শষ্কা রয়েছে। সচেতন মহলের দাবী, আইনের প্রয়োগ না থাকার কারণেই বছরের পর বছর এভাবে পাহাড় টিলা কেটে প্রকৃতির সৌন্দর্য ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পাহাড় খেকোরা।

আপনার মতামত লিখুন :