করোনায় আক্রান্ত কর্ণিয়া

বিনোদন ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়া।
আগে থেকেই বেশ সাবধানতা অবলম্বন করেছেন গায়িকা ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু শেষরক্ষা হলো না। ১ অক্টোবর নিজেই জানালেন এই দুঃসংবাদ।
কর্ণিয়া বলেন, ‘খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি, আমার পরিবার কভিড-১৯-এ আক্রান্ত। দুই সপ্তাহ ধরে কারো সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ঘরে বসে যে লাইভ করছিলাম, সেটাও বন্ধ রয়েছে।