কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় শিক্ষক গুরুতর আহত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  02:27 PM, 04 July 2019

সাজমিন সাথী ঃসাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়

কলারোয়া থেকে দ্রুত গতি সম্পন্ন ট্রলির সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান(আবু দাউদ)। বুধবার (৩)দুপুর ১টার দিকে স্কুল থেকে রায়টা গ্রামে নিজ বাড়ি ফেরার পথে আলাইপুর গাজীপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা লাঙ্গলঝাড়া গ্রামের কিতাব আলির ছেলে ট্রলিচালক ইমরানের দ্রুতগতির ট্রলি সরাসরি তার বাম পায়ে আঘাত করলে তার পা ভেংগে মারাত্মক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর মাওলানা আবু দাউদকে উন্নত চিকিৎসার জন্য যশোরের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আব্দুর রউফের ক্লিনিকে (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়। সেখানে বুধবার রাতে আহত শিক্ষকের পায়ের অপারেশন হবে বলে জানান তার শ্যালক আব্দুল কুদ্দুস।
এদিকে, সহকর্মীর আহত হবার খবর শুনে হাসপাতালে ছুটে যান স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, দেবাশীষ সরদার, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন :