কাগইলে সিএনজি চালকের পুত্র মারুফ হাসান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:42 PM, 25 April 2016

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর কাগইল ইউপির মীরপুর গ্রামের সিএনজি চালক রেজাউল করিম শিমুলে পুত্র মারুফ হাসান প্রাথমিক সমাপনি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে মীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা ও সেখান হতে সমাপনি পরীক্ষায় অংশ গ্রহন করে। সে ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়র হতে চায়। সে জন্য সে দেশবাসীর কাছে দোওয়া প্রার্থী। তার সাফল্যের পিছনে স্কুলের শিক্ষক/শিক্ষকা বাবা,মা ও গৃহশিক্ষক অগ্রনী ভুমিকা পালন করেছেন সেজন্য সে সকলের কাছে কৃতজ্ঞ। সে প্রতিদিন ৪থেকে ৫ঘন্টা পড়াশোনা করতো। তার মা চামেলী বেগম নারগীস একজন গৃহিনী। সে তার বাবা মার স্বপ্ন পুরনের জন্য সর্বদা সচেষ্ট থাকবে। বর্তমানে মারুফ হাসান কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যায়নরত।

আপনার মতামত লিখুন :