কালিয়াকৈরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  03:03 PM, 17 July 2019

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে
কালিয়াকৈর উপজেলা মৎস্য দপ্তর।
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগান নিয়ে উপজেলা মৎস কর্মকর্তার
কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিভিন্ন এলাকায় নদীতে ও খাল-
বিলে ভ্রাম্যমান অভিযান চালানোর বিষয়টি উল্লেখ করা হয়। অভিযান চালিয়ে কারেন্টজাল, বেড়জাল
দিয়ে মাছ নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জাল ধবংস করার আশ^াস প্রদান করেন মৎস
কর্মকর্তাগন।
এছাড়া সংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা মৎস কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিয়া
বলেন, বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে পিরানহাসহ রাক্ষুসে মাছ বিক্রয়কারীদের বিরুদ্ধের
আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলের জানান তিনি। সভায় আরো বক্তব্য রাখেন- সহকারী মৎস্য
কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সদস্য যুগান্তর
প্রতিনিধি সরকার আব্দুল আলিম, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী,সাংগঠনিক
সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। এসময় বক্তারা জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ১৭জুলাই থেকে
২৩জুলাই পযর্ন্ত ৭দিনের কর্মসূচীর বিষয়ে আলোচনা করেন।

আপনার মতামত লিখুন :