কাশ্মীর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মধ্যস্থতার প্রস্তাব

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:34 PM, 17 August 2019

সংবাদ আজকাল ডেস্কঃ সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পরবর্তী পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে বুধবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আমাকে কাশ্মীর পাঠানো হোক, কথা বলে মীমাংসা করে দেব। ৩৭০ ধারা ভাল কি মন্দ তা নিয়ে কিছু বলতে চাই, যে পদ্ধতিতে এটা করা হয়েছে তা মোটেই ঠিক হয় নি। এই প্রসঙ্গে তিনি বলেছেন, সংসদে যেদিন ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব করা হয়েছিল তার আগের দিন জম্মু ও কাশ্মীরের এক সাবেক মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন।

বলেছিলেন, আমরা ভয়ের মধ্যে রয়েছি। তাদের বিপদের দিনে আমি তাদের পাশে থাকব কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তাদের পাশে সংহতি জানাতে পারিনি সেই সময়। তবে শারীরিকভাবে তাদের পাশে দাঁড়াতে না পারলেও তাদের সঙ্গে আছি।

আপনার মতামত লিখুন :