কৃষিক্ষেত্রে উন্নয়নে সরকার দেশকে শতভাগ এগিয়ে নিয়ে যাচ্ছে -আব্দুল মান্নান এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:59 PM, 22 April 2016

 

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, কৃষিবান্ধব সরকার কৃষকের উন্নয়নে যুগোপযোগী সব সিদ্ধান্ত গ্রহন ও তা বাস্তবায়নের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। বন্যা, করাসহ সকল দূর্যোগে কৃষকদের দেয়া হচ্ছে প্রণোদনাসহ সকল সেবা। উন্নয়নকামী এ সরকার কৃষিসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই সরকারের প্রচেষ্টায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে। আগামী দিনে গোটা বিশ্বে কৃষি ক্ষেত্রে বাংলাদেশ একটি বিশেষ অবস্থানে অবস্থান করবে। শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে কৃষি স¤প্রসারন অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০১৬-১৭ মৌসুমে উফশী ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে রাসায়নিক সার, সেচ সহায়তা ও আগাছা দমন বাবদ সহায়তা এবং আএএনএফপি প্রকল্পের আওতায় বিনামূল্যে লো লিপট্ পাম্প ও ফুট পাম্প বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক চন্ডিদাস কুন্ডু, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন সরদার। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার সাত ইউনিয়ন ও এক পৌরসভার ৭৫০ জন কৃষককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫ কেজি ধান বীজ,৪০০ টাকা সেচ সহায়তা এবং ২৫ জন কৃষককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি নেরিকা ধান বীজ,৪০০ টাকা সেচ সহায়তা ও ৪০০ টাকা নিরানী বাবদ প্রদান করা হয়। এছাড়াও ৮ জন কৃষককে ৮টি এলএলপি ও ৮টি ফুট পাম্প প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি উপজেলার পাকুল­া উত্তরপাড়া,উত্তর করমজা ও হাঁসরাজে বিদ্যুৎ লাইনের খুঁটি ও বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন উপজেরা নির্বাহী অফিসার হাবিবুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু, তেকানী চুকাইনগর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পাকুল­া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন।

আপনার মতামত লিখুন :