গাইবান্ধার মহিমাগঞ্জে বন্ধন মানব কল্যান সংস্থার কমিটি গঠন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  10:05 PM, 09 November 2019

নিজস্ব প্রতিবেদক ,সংবাদ আজকাল : গাইবান্ধার মহিমাগঞ্জে বন্ধন মানব কল্যান সংস্থার ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।উক্ত কমিটি তে

আবু তাহের পলিন কে আহব্বায়ক মোঃজাবের ইবনে জিয়া (অংকুর) (সিনিয়র যুগ্ন-আহ্বায়ক)

মোঃরিয়াদ হোসেন রিদয় (যুগ্ন-আহ্বায়ক)মোঃজাফরুল ইসলাম (যুগ্ন-আহ্বায়ক)মোঃরিজু ইসলাম (যুগ্ন-আহ্বায়ক)
মোঃসামিউল ইসলাম (যুগ্ন-আহ্বায়ক) মোঃমমিন ইস:(যুগ্নআহ্বায়ক)
মোঃআনোয়ার হোসেন সদস্য,মোঃরাফিউল ইসলাম সদস্য
মোঃসাগর শেখ সদস্য,মোঃফজলে রাব্বি সদস্য
মোঃ ইসমাইল হোসেন সদস্য,মোঃরবিউল হাসান সদস্য

বন্ধন মূলত একটি সামাজিক সংগঠন এই সংগঠন টি ২০১৪ সালে গাইবান্ধায় প্রতিস্টিত হয়। এতে এক ঝাক তরুন দের নিয়ে সমাজের অনেক মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসে।সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এস ডি শিশির জানান,আমরা সব সময় গরীব দের পাশে দাড়িয়েছি বন্যার সময়, ঈদের সময় ,শীতের সময়, আমরা সুবিধা বঞ্চিত মানুষদের জন্য অনেকের সহ যোগীতায় অসহায় মানুষ দের মুখে হাসি ফুটাতে চাই এটাই আমাদের লক্ষ্য। আগামী দিনে যেন আমরা পুরো গাইবান্ধা জেলা নিয়ে কাজ করতে পারি তার ধারাবাহিকতায় মহিমাগঞ্জে আমরা একটি নতুন কমিটি দিয়েছি যাতে করে মহিমাগঞ্জের সুবিধা বঞ্চিত মানুষ গুলো সুবিধা পায়।

আপনার মতামত লিখুন :