গাবতলীতে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:34 PM, 28 September 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে অনিয়ম ও পক্ষপাতিত্ব করে হত দরিদ্রদের অনুকুলে ডিলার নিয়োগের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বঞ্ছিত ডিলাররা। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর সদরে লিখিতভাবে বক্তব্য পাঠ করেন উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের বঞ্ছিত ডিলার জাহাঙ্গীর আলম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ডিলার নিয়োগ কমিটির সংশ্লিষ্টরা একটি মহলকে খুশি করতে অনিয়ম ও পক্ষপাতিত্ব করে ডিলার নিয়োগ দিয়েছেন। উদাহরণ হিসেবে তারা বলেন, কাগইল ইউনিয়নের দড়িপাড়া গ্রামে ঘরের মালিকানা নিয়ে বিতর্কিত ব্যক্তিকে ডিলারশীপ দেয়া হয়েছে-অথচ ছাদঢালাই, ধারণ ক্ষমতা ভালো তাকে (জাহাঙ্গীরকে) ডিলারশীপ দেয়া হয়নি। নাড়–য়ামালা ইউনিয়নের তেতুলগুছি গ্রামে যোগ্য আবেদনকারী আলফাজুলকে ডিলারশীপ না দিয়ে ঘরের ধারনক্ষমতা নেই এমন আবেদনকারীকে ডিলারশীপ দেয়া হয়েছে। সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে যোগ্য আবেদনকারী আরিফুর রহমানকে ডিলার না দিয়ে একজন রাইসমিলওয়ালাকে ডিলার দেয়া হয়েছে। নশিপুর ইউনিয়নে ওয়ালটনের শোরুম দেখিয়ে ডিলারশীপ পেয়েছেন অধ্যাপক ফজলুল বারী নয়ন। অথচ প্রকৃত ব্যবসায়ী খোরশেদ আলমকে দেয়া হয়নি। অনুরূপভাবে অন্যান্য অযোগ্য আবেদনকারীকে ডিলারশীপ দিয়ে প্রাপ্যদের বঞ্ছিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বঞ্ছিত ডিলার উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের তেতুলগুছি গ্রামের আলফাজুল ইসলাম, সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামের আরিফুর রহমান, নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের খোরশেদ আলম, নশিপুর ইউনিয়নের কদমতলী গ্রামের আরিফুর রহমান, নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের হযরত আলী এবং চকডওর গ্রামের আঃ ছালেক।

আপনার মতামত লিখুন :