গাবতলীতে পানি শুদ্ধকরণের ট্যাংকি নির্মাণের জায়গা পরিদর্শন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:09 PM, 17 July 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতশনিবার বগুড়ার গাবতলী পৌরসভাধীন তরফমেরু গ্রামে আয়রন ও আর্সেনিক পানি পরিশুদ্ধকরণের ট্যাংকি নির্মাণের জায়গা (দুই বিঘা জমি) পরিদর্শন করেন বগুড়া নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চলি­শ পৌরসভা ও গ্রোথ সেন্টার প্রকল্প ঢাকা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলী আহম্মেদ, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী লুৎফুন নাহার, প্যানেল মেয়র মতিউর রহমান মতি, তাজুল ইসলাম, কাউন্সিলর হারুন, মিজু আহম্মেদ, মিলি বেগম বিএনপি নেতা সাহিদুল, রাঙ্গা প্রমূখ।

আপনার মতামত লিখুন :