গাবতলীতে সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজ ভেঙ্গে পড়ে আহত-৩

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:40 AM, 24 November 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে সিমেন্ট বোজাই ট্রাকসহ বেইলী ভেঙ্গে পড়েছে।এতে পার্শ¦বতী থানার সাথে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এঘটনায় একই পরিবারের মটর সাইকেল আরোহী ৩ সদস্য আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন। ঘটনার স্থালে পুলিশ পাহারা বসানো হয়েছে। জানাযায় গতকাল ২৩ নভেম্বর বুধবার সকাল অনুমান ৭ টায় বগুড়া থেকে সারিয়াকান্দিগামী ঢাকা মেট্রো-ট-২০-১৯৩৯ নাম্বারের একটি সিমেন্ট বোঝাই টাটা ট্রাক গাবতলী পৌর এলাকার খলিশাকুড়া নামক স্থানে ষ্টীলের বেইলী ব্রীজের ওপর পারাপারের সময় বিপরীত দিকথেকে আসা নারী ও শিশুসহ ৩ সদস্যের একটি মটর সাইকেল দ্রুত যাওয়ার সময় সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রেলিং ও ব্রীজের পাতটাতন ভেঙ্গে পুর্বপার্শ্বের খাদে পড়ে যায়। এতে ট্রাক ড্রাইভার কৌশলে পালিয়ে গেলেও মটর সাইকেল আরোহী শিশু ও নারীসহ পানিতে ছিটকে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় বলে ব্রীজের পার্শ্বে ইটভাটা কর্মচারী বিশ্বনাথ জানায়। ট্রাকসহ ব্রীজ ধসে পড়ার কারনে বগুড়ার সাথে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলাসহ ৩ উপজেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত বিকল্প কোন সড়কের ব্যবস্থা হয়নি। সকল প্রকার যান বাহনকে বিকল্প বিভিন্ন রাস্তায় ১০ থেকে ২০ কিলোমিটার দুর দিয়ে ঘুরে গর্ন্তব্যে পৌঁছিতে হচ্ছে। এর ফলে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কোন কর্মকর্তাকে ঘটনার স্থানে না পাওয়ায় তাদের মতামত নেয়া সম্ভব হয়নি। বগুড়ার সাথে ৩ উপজেলার যানচলাচলের দ্রুত পদক্ষেপ নিতে যাত্রীরা সংশ্লিষ্ঠ র্কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছন। ঘটনার স্থান উপজেলা সহকারী কমিশনার ভুমি রামকৃষ্ণ বর্মন পরিদর্শন করেছন। তিনি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে দ্রুত স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা নিতে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন। উলে­খ্য ১৯৮৮ সালে বন্যায় রাস্তা ধসে যাওয়ার কারনে খলিশাকুড়া নামক স্থানে এই বেইলী ব্রীজটি স্থাপন করা হয়ে ছিল বলে প্রবিন ব্যাক্তিরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :