গাবতলীতে হতদরিদ্রদের জন্য স্বপ্লমুল্যে খাদ্যশয্য বিতরন কার্যক্রমের উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:34 PM, 30 September 2016

আতাউর রহমান!!গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ শুক্রবার বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের হতদরিদ্রদের জন্য স্বল্পমুল্যে খাদ্যশয্য(চাল) বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন গাবতলী উপজেলা উপসহকারী কৃষিকর্মকর্তা জাহেদুর রহমান জাহিদ। এসময় উপসহকারী কৃষিকর্মকর্তা জান্নাতুন মহল তুলি, দড়িপাড়া বাজারের সরকার নির্ধারিত স্বল্পমুল্যে চাল বিক্রয় কেন্দ্রের ডিলার তারেকুর রহমান তারেক,থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অংকুর আহম্মেদ,ছাত্রলীগনেতা সাগর,আওয়ামীলীগনেতা বাদশা সরকার,আব্দুল কাদেরসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন উপস্থিত ছিলেন। অপরদিকে,সোনারায় ইউনিয়নের হতদরিদ্রদের জন্য স্বল্পমুল্যে খাদ্য শয্য বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এসময় পীরগাছা বাজারের সরকার নির্ধারিত স্বল্পমুল্যে চাল বিক্রয় কেন্দ্রের ডিলার রিপু মিয়া, ইউপি সদস্য জুলফিকার আলী শ্যামল, পাশা,আইযুল হক, সমাজসেবক আব্দুর রশিদ, রবিউল ইসলাম ভুট্টা,ফকরে মিয়া,আ’লীগনেতা সাবলু মিয়া,নান্নু,শাহিদুল ইসলাম, ছাত্রলীগনেতা সাহাদত হোসেন,জুয়েল,মাসুমসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন উপস্থিত ছিলেন। এতে প্রতি স্বল্পমুল্য কার্ড ধারী তিন’শ টাকায় মাসে ত্রিশ কেজি চাল পাচ্ছে।

আপনার মতামত লিখুন :