গাবতলীর কাগইলে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ গৃহে আগুন লাগোনের অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:16 PM, 02 May 2016

 

গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ গাবতলীর কাগইল দাসকান্দি গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘড়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত আনুমান সাড়ে নয়টা। গ্রামবাসী ও প্রতক্ষ্যদর্শীরা জানান, উপজেলার দাসকান্দি গ্রামের মৃত ওসমান গনির পুত্র বাবু মিয়ার সাথে একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র সাইদুলের ২শতক জমি নিয়ে রিবোধ চলে আসছিল। প্রতিপক্ষ সাইদুল বাবু মিয়ার সৎ মায়ের কাছ থেকে সহিদুল ২শতক জমি কবলা দলিলমুলে ক্রয় করে নেয় এবং উক্ত জমি তাদের চলাচলের রাস্তা হিসেবে ব্যাবহার করতে থাকে। কিন্তু বাবু মিয়া উক্ত জমি দখল দিতে বাধা দিলে সহিদুলের সাথে ঝগড়া বিবাদ শুরু হয়। এছাড়াও উক্ত জমিজমা সংক্রান্ত থানা জুডিমিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৫১সি ও বগুড়া দায়রা জজ আদালতে ১৫২ ফৌজদারী রিভিউশনে অপর একটি মামলা হয়েছিল। উক্ত ঘটনার পর থেকে বাবু মিয়া সহিদুল ও গংগনের চলাচলের রাস্তা টিনের রেড়া দিয়ে বন্ধ করে দেয় এবং প্রতিপক্ষ সহিদুলকে ফাঁসাতে অসৎ উদ্যেশে ২৮এপ্রিল নিজ ঘড়ে আগুন ধরিয়ে দিয়ে নিজেও পালিয়ে যায় বলে প্রতিবেশীরা জানান। এব্যাপারে বাবু মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করেনী। এঘটনায় ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন ইউপি সদস্য মিকরাইল হোসেন ও থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন।

আপনার মতামত লিখুন :