গাবতলীর কাগইলে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:34 PM, 26 August 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে গাবতলীর কাগইলে সনাতন ধর্মীয় স¤প্রদায়ের ভক্তরা পালন করেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী । হিন্দু পুরান মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহন করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি,সত্য সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখনি সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যানে এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্ভিভাব ঘটেছিল। গতকাল কাগইল সনাতন ধর্ম উপসনালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করেন। শোভা যাত্রায় অংশ নেন সনাতন ধর্মস্কুলের সভাপিত অুুল চন্দ্র মন্ডল, সেক্রেটারী শ্যামল চক্রবতী,ভক্তবৃন্দ বাবু মনোজ কুমার মন্ডল,নারায়ন দত্ত, অনিল চন্দ্র,ডাঃ গুরুপদ শীল, বাবুল চন্দ্র পাল,পরেশ, ভাবেশ চন্দ্র,ব্রজো নন্দী ,তাপস নন্দী,নিমাইসহ সনাতন ধর্মের সব ধরনের নারী পুরুষ ও বাচ্চারা। শোভাযাত্রায় আইনশৃংখলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :