গাবতলীর কাগইল ইউনিয়ন চেয়ারম্যান তপন বাড়ি বাড়ি গিয়ে দু’শো দুঃস্থ পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করলেন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:53 PM, 12 April 2020

রায়হান বগুড়া থেকেঃ বগুড়ার গাবতলী উপজেলার ১নং কাগইল ইউনয়নের চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল (তপন) করোনা ভাইরাসের কারণে বাড়ি বাড়ি গিয়ে সরকার প্রদত্ত দু’শো পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন।
এছাড়াও নিজ অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছায় গৃহবন্দী অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, আলু, মাক্স ও সাবান বিতরণ করেন তিনি। সবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার দিন ব্যাপী তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। একই সাথে করোনা মহামারিতে ঘর থেকে বের না হতে এলাকাবাসী প্রতি আহবান জানান।
এসময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের লিখিত চিঠির পরিপ্রেক্ষিতে সকল মেম্বারদের নিয়ে বসে সকল বাজার, মন্দির, মসজিদে জনসমাগম যেন না হয় এবং উল্লেখিত পরিমাণ মানুষ যেন মসজিদগুলোতে নামাজ আদায় করেন সেই লক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে ৭নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার সাঈদ আহম্মেদসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ  উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :