গাবতলীর মহিষাবান মহাশ্মশান মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:16 PM, 22 January 2016

গাবতলী(বগুড়া) প্রতিনিধি: গতকাল বগুড়ার গাবতলী উপজেলা মহিষাবান মহাশ্মশান কৃর্তন মন্দিরের ভিত্তি প্রস্তর কাজের উদ্ধোধন উপলক্ষেএকসভা মহিষাবান মহাশ্মশান কমিটির সভাপতি নিকুঞ্জ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহিষাবান মহাশ্মশান কৃর্তন মন্দিরের ভিত্তি প্রস্তর করেন এলাকার গন্যমান্য ব্যাত্তিত্ব সাবেক সহকারী পুলিশ সুপার অমল্য চন্দ্র দাস। এসময় তার সহধর্মীনী অনিমা দাস, মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন, মহিষাবান মহাশ্মশান কমিটির উপদেষ্টা শচীন্দ্র নাথ পাল, গাবতলী উপজেলা হিন্দ্র বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রায়, উপজেলা সর্বজনিন পূজা কমিটির সহ-সভাপতি ডাঃ চন্দ্র শেখর রায়, সাংগঠনিক সম্পাদক রতন রায়, প্রচার সম্পাদক বিশু, সমাজ সেবক ডাঃ শুনিল চন্দ্র মজুমদার, উপেন্দ্র নাথ শীল, নিশিকান্ত পাল, মহিষাবান মহাশ্মশান কমিটির সাধারন সম্পাদক শংকর কুমার রায়, যুগ্ম সাধারন সম্পাদক সুবাশ চন্দ্র পাল, পলাশ চন্দ্র পাল, ক্যাশিয়ার বিজল কুমার দাস, সহ-ক্যাশিয়ার মানিক চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক অরুন চন্দ্র শীল, সহ সাংগঠনিক সম্পাদক আকুল চন্দ্র পাল, ধর্মীয় সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, সহ-ধমীয় সম্পাদক অবিনাশ চন্দ্র পাল,সাংস্কৃতিক সম্পাদক রাধেশ্যাম পাল, দপ্তর সম্পাদক সন্তোষ চন্দ্র পাল, প্রকাশনা সম্পাদক লক্ষন চন্দ্র পাল, সহ-প্রকাশনা সম্পাদক সত্যনাথ পালসহ অনিল চন্দ্র শীল, সুবাশ চন্দ্র শীল, মুক্তি চন্দ্র দাস, ননি গোপাল দাস, নিবারন চন্দ্র পাল, রঞ্জন কুমার দাস,সুধাম রাজভর, মিছির রাজভর, ডাঃ অবিনাশ চন্দ্র পালসহ কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন :