গাবতলীর সোনারায় ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলামের দাফন সম্পর্ন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:21 AM, 25 July 2016

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া গাবতলী’র সোনারায় ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলাম (৪০) দুর্বৃত্ত’দের গুলিতে গুরুত্বর আহত হওয়ার পর দীর্ঘ ১৪দিন লাইফ সার্পোট দেওয়ার পর গতশনিবার রাত পৌনে ৯টায় তিনি মারা যান। গতকাল রবিবার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সর্ম্পূন্ন করা হয়েছে।

জানাযায়, সোনারায় ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলাম গতশনিবার লাইফ সার্পোট থাকা অবস্থায় রাঁত পৌনে ৯টায় তার মৃত্যু ঘটে। এরপর তারাজুলের প্রথমে নামাজে জানাযা সকাল সাড়ে ১১টায় বগুড়া আলতাফুন নেছা খেলার মাঠ, ২য় জানাযা সাড়ে ১২টায় গাবতলী উপজেলা পরিষদ চত্তর, ৩য় জানাযা বাদ জোহর পীরগাছা উচ্চ বিদ্যালয় ও সর্বশেষ আটবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পর্ন করা হয়েছে। মরহুমের জানাযা’য় অংশগ্রহন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক মজিবুর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল হাসান রিপু, মুঞ্জুরুল আলম মোহন, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম পিন্টু, শহর আওয়ামীলীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহবায়ক সাহাদৎ হোসেন শাহীন, বিএমএ বগুড়া’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নাননু, গাবতলী উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, বগুড়া সদর আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গা, আগানিহাল বিন জলিল তপন, সাইফুল ইসলাম, আ.লীগনেতা আজহারুল হান্নান রিপু, জহুরুল ইসলাম উজ্জল, সাবলু মিয়া,শহিদুল ইসলাম, ফুল মিয়া,সাহাদত হোসেন, বাকু মন্ডল,সুব্রত,নান্নু মিয়া আরিফুল ইসলাম শ্যামল, ছাত্রলীগনেতা কনক,যুবলীগনেতা শাকিল আহম্মেদ,মমিনুর , রহমান, মুক্তা, বকুল, শাফিনুর, মিলন, আরিফ হোসেন, আশরাফুল ইসলাম, রাজু আহম্মেদ, তন্ময়, সবুজ, স্বয়ন, ছেচ্ছাসেবকলীগ নেতা নান্নু, শ্রমিকলীগনেতা আব্দুল মতিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকা হাজার হাজার ধর্ম প্রাণ মুসল­ী । গত ৯ জুলাই দিবাগত রাত ৩টার দিকে ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম গাবতলী উপজেলার আটবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে ঘুমিয়ে থাকাবস্থায় অজ্ঞাত একদল দৃর্বৃত্ত শোবার ঘরের জানালায় দিয়ে ঘুমন্ত তারাজুল ইসলাম ইসলামকে লক্ষ করে উপূর্যুপরি গুলি বর্ষন করে । এসময় তার মাথা এবং হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ।

আপনার মতামত লিখুন :