গোকুলে এক স্কুল ছাত্র ছয় মাসের ব্যবধানে বাবা মা দুজনকেই হারালো।

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:13 PM, 16 February 2016

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বিধাতার কি করুন খেল! বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র ছয় মাসের ব্যবধানে বাবা মা দুজনকেই হারালো। শান্ত্বনা দেবার ভাষা সবাই হারিয়ে ফেলেছে। জানা যায়, বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশ বাড়ি উত্তরপাড়া গ্রামের সাকিব হোসাইন (১৬) গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। গত ছয় মাস আগে শাকিব এর বাবা মাহবুবুর রহমান মিন্টু হার্ড এ্যাটাকে করে ইন্তেকাল করেছেন। শাকিব ও তার ছোট বোনটি মায়ের ছায়াতেই ছিল। স্কুল ছাত্র শাকিব ভেবেছিল বাবার øেহ মমতা আদর সোহাগ মায়ের কাছে থেকেই নেবে। কিন্তু বিধাতার কি নিষ্ঠুর করুন খেলা, গতকাল সোমবার সকালে শাকিবের মা শাহিনূর আক্তার আদরের দুই নাবালক নাবালিকা সন্তানকে একা করে দিয়েং চলে গেলেন না ফেরার দেশে। এই প্রতিনিধি শাকিবের সাথে কথা বললে সে জানায়, সকালে যখন মা ঘুম থেকে জেগে উঠছিনো তখন বুঝতে পারে তা মা চলে গেছে পরে পারে। জানা যায়, শাকিবের মা শাহিনূর আক্তার ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। ছয় মাসের ব্যবধানে বাবা মাকে হারিয়ে দুই নাবালক নাবালিকা সন্তাদের মাথায় দেন আকাশ ভেঙ্গে পরেছে। দুই সন্তানদের শান্ত্বনা দেবার ভাষা টুকু সবাই হারিয়ে ফেলেছে।

আপনার মতামত লিখুন :