গোকুল তমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:41 AM, 01 January 2016

মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল তমিরুনেসা বালিকা উচ্চ বিদ্যালয় ২০১৫ইং সালের জে.এস.সি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। এবার এ বিদ্যালয় থেকে মোট ১৪৪জন পরীক্ষার্থী জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে নঁওগা মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এরিয়া ম্যানেজার মনিরুজ্জামান খান, মহাস্থান গড় শাখার ম্যানেজার কানাই লালপরাসান্য। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার আলী খোকন সরকার, প্রধান শিক্ষক গোলাম সোবাহান সবুজ, সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান আলী, মাওঃ আব্দুর রউফ, শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, মাওঃ ইউনুস আলী, আব্দুর ওয়াহেদ, জাহাঙ্গীর হোসেন, নুর আলম, মাসউদ আলম, নিরাশচন্দ্র সুত্রধর, পরিমল চন্দ্রদাস, শিক্ষিকা রেহেনা খাতুন, সুরাইয়া বেগম, পাপিয়া নাসরিন, পুজারানী সরকার সহ শিক্ষিক শিক্ষিকামন্ডলী। বরাবরের মত এবারেও জে.এস.সি পরীক্ষায় সাফল্য অর্জন করায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অত্র বিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার (আজ) সকাল ১০ টায় প্রাক্তন ছাত্রী ও অভিভাবকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানায়।

আপনার মতামত লিখুন :