গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ খাদ্য গুদামে নিম্ন মানের বস্তায় নিম্ন মানের ধান ক্রয়ের মহাউৎসব।।

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  11:39 AM, 26 July 2020

গাইবান্ধা প্রতিনিধিঃ চলতি ক্রয় মৌসুমের ধান ফরিয়াদের নিকট থেকে ক্রয় করছেন মহিমাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সরেজমিনে জানা যায়, মহিমাগঞ্জ খাদ্য গুদামে ছেড়া-ফাটা পুরান বস্তায় নিম্ন মানের ধান ফরিয়াদের নিকট থেকে মনগড়া ভাবে চলতি বছরের ধান ক্রয় করছেন। খাদ্য গুদামে লটারির নামে কৃষকের যে লিষ্ট ঝুলানো থাকলেও তা আমলে নেওয়া হচ্ছে না। ট্রাকে,ট্রাকে ধান গুদামে উঠানো হলেও কোন কৃষক কে স্বশরীরে দেখা যায় নি। তাছাড়াও বস্তা প্রতি ১৫ টাকা হারে টন প্রতি ৩৭৫ টাকা করে ঘুস বানিজ্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সচেতন মহল দাবি তুলেছেন প্রকৃত লটারিতে প্রকৃত চাষিদের নাম অন্তর্ভুক্ত করা হয় নি ফলে চাষিরা খাদ্য গুদামে আসে না। মহিমাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ বেগম প্রতিনিধিদের বলেন, এবছর ধান-চালের দাম বেশি হওয়ায় কামাই কাজ কম হচ্ছে।

তিনি আরও বলেন,আগামী বছর থেকে স্যার এগুলো নিলামে দেবেন। কার স্বার্থে ছেড়াফাটা,জোড়াতালি ব্স্তা ও নিম্ন মানের ধান গুদাম জাত করা হচ্ছে তা খতিয়ে দেখার জোরালো দাবি জানিয়েছেন এলাকায় সচেতন মহল।

আপনার মতামত লিখুন :