ঘরে ঘরে বিদ্যুৎ পৌছায় ভাংরির ভারে হারিকেন: কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:51 PM, 08 September 2019

সংবাদ আজকাল নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের বিদ্যুৎ খাতে বিশাল অবদান রাখায়, গ্রাম অন্চল থেকেও হারিয়ে গেছে হারিকেন ব্যাবহার ।

বর্তমান সরকারের অঙ্গিকার অনুযায়ী প্রত্যন্ত অন্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাওয়ায়,এখন আর এক সময়ের রাতেরবেলা পদ চলার একমাত্র সঙ্গি হারিকেন হারিয়ে যাচ্ছে।

অনেক আগে শহর পর্যায় থেকে হারিকেন ব্যাবহার বন্ধ হলেও গ্রাম পর্যায়ে চলে এর ব্যাবহার কিন্তু এখন আস্তে আস্তে গ্রাম থেকেও বিলুপ্তর পথে এই জনপ্রিয় রাতের সঙ্গি হারিকেন।

গত শনিবার বগুড়া সোনাতলা উপজেলা ভেলুর পাড়া-চড়পারা যাওয়ার পথে একটি ভাংরি ব্যাবসায়ির ভ্যানে দেখা যায় প্রায় ৭-৮ টি হারিকেন ঝুলিয়ে রয়েছে।

কৌতুহলি হয়ে ভাংরীওয়ালা ব্যাবসায়ীকে জিঙ্গাসা করলে তিনি জানান,এখন ঘরে ঘরে কারেন্ট এর আলো জ্বলে,আর রাস্তায় জ্বলে সৌর বিদ্যুৎ তাই হারিকেন রেখে কি হবে , এগুলা দিয়ে অনেকে বাদাম,বুট,লবন,ও কেউ কেজি দরে টাকা নিয়েছে।

আগামী প্রজন্ম হয়তো জানতেই পারবেনা এই হারিকেন নামে একটি বাতির ব্যাবহার ছিল।

আপনার মতামত লিখুন :