চিরিরবন্দরে নৌকা মার্কার অফিসে অগ্নিসংযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  03:15 PM, 09 March 2019

মিজানুর রহমান মিজান চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নৌকা মার্কার নির্বাচনী অফিসে রাতের অন্ধকারে দূর্বত্তরা অগ্নিসংযোগ করে পুড়ে দিয়েছে। এ ঘটনাটি উপজেলার আলোকডিহি ইউনিয়নের দক্ষিণ আলোকডিহি কিষ্টহরি বাজারে গত ৭ই মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক রাত ২টার পরে ঘটেছে। ওই বাজারে নৈশপ্রহরী ডাবু মুরসু জানান, কে বা কারা নৌকা মার্কার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন জানান, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এ অগ্নিকান্ডে প্রধানমন্ত্রীর ছবিসম্বলিত পোষ্টার, ব্যানার পুড়ে গেছে। সাধারন সম্পাদক বিঞু দাস জানান, গত কয়েকদিন ধরে বিদ্রোহী হ্রার্থী আনারস প্রতিকের লোকজন নৌকা মার্কার অফিসে এসে বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন ও কর্মীদের প্রবেশে বাধাদান করছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল জানান, এ ঘটনাটি নিন্দনীয়। এ ঘটনা আওয়ামী লীগ নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এসময় তিনি সকল নেতৃবৃন্দকে সংঘাত থাকার আহ্বান জানান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিনাজপুর জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিকের মুঠোফোনে কল দিরেও তিনি গ্রহন করেননি। ফলে তার ব্কতব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজবাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করে জানান, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের খঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :