চিরিরবন্দরে প্রতিমা ভাংচুর, পুজারীদের ক্ষোভ প্রকাশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:00 AM, 08 April 2017

মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে শ্মশানকালী মন্দিরের প্রতিমা ভাংচুর করায় পুজারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত ৫ এপ্রিল বুধবার দিবাগত রাতের কোন একসময় দুবৃত্ত¡রা উপজেলার কাঁকড়া রেলব্রীজ সংলগ্ন চিরিরবন্দর-মহাদানী শ্মশানকালী মন্দিরের কালীমুর্তির বাম হাতের অংশ ও শিবের পা ভেঙ্গে ফেলে পালিয়ে যায়। পরদিন সকালে পুজারীরা দেখতে পেলে তাদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী ও থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করলে পরিস্থিতি শান্ত হয়।

মন্দিরের সভাপতি ডালিম কুমার ও সাধারণ সম্পাদক উত্তম বাসফোঁড় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত ১০/১২ বছর যাবৎ আমরা ওইস্থানে পুজা করে আসছি। কিছুদিন থেকে ওই এলাকায় মাদকসেবীদের ও বেশকিছু অচেনা লোকের আনাগোনা হচ্ছে।

থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম জানান, ওই এলাকায় নজরদারী বাড়ানো হয়েছে। কোন মাদকসেবী ও বিক্রেতা চিরিরবন্দর এলঅকায় শান্তিতে ঘুমাতে পারবেনা।

আপনার মতামত লিখুন :