চিরিরবন্দরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:34 PM, 18 December 2016

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরের ঐতিহ্যবাহি ও সুনামধন্য নজরুল পাঠাগার ও ক্লাবের আয়োজনে গত ১৭ ডিসেম্বর শনিবার বিকেলে ৮দলীয় মরহুম শাহ্ সলিমউদ্দিন আহম্মেদ (মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় অ্যাড. তুষারকান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহ্ শামীম আহম্মেদ, ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন, নশরতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর ইসলাম শাহ্ নুরু এবং অন্যান্যের মধ্যে নজরুল পাঠাগার ও ক্লাবের সাবেক সভাপতি বাবু নন্দীশ্বর দাস, সাধারণ সম্পাদক শাহ্ মোয়াজ্জেম হোসেন, নীলফামারীর সোনালী ব্যাংক লি.’র এজিএম মো. রশিদুল ইসলাম, ইউপি সচিব ওয়াহিদুল ইসলাম, মিজানুর রহমান, প্রাক্তন ফুটবলার আব্দুল কাইয়ুমসহ সাংবাদিক মো. মিজানুর রহমান মিজান প্রমূখ উপস্থিত ছিলেন। খেলায় পাবর্তীপুর উপজেলার যশাইহাট খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে নীলফামারীর যাদুরহাট খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন মো. গোলাম রব্বানী এবং তার সহযোগি হিসেবে ছিলেন এবিএম আইনুল বারী ও নজরুল ইসলাম। খেলা শেষে অতিথিদ্বয় বিজয়ীদলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

আপনার মতামত লিখুন :