জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিবগঞ্জের আতাউর রহমান মন্ডল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:11 PM, 04 April 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯শে আবারো বগুড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। আতাউর রহমান মন্ডল শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উথুলী নিবাসী মজিবর রহমানে জৈষ্ঠ্য পুত্র। তার মাতার নাম আনোয়ারা বেগম। তিনি ১৯৮২ সালে শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে পরবর্তীকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি বিএড ও এমএড (প্রশাসন) ডিগ্রী অর্জন করেন। একাধারে তিনি উপজেলা পর্যায়ে ২০০২ সালে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, ২০১৬-২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং ২০১৮ ও ২০১৯ সালে পরপর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের জীবন সদস্য। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ স্মৃতি সন্মাননা ও হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী স্মৃতি পদক ২০১৮তে ভ‚ষিত হন। অপর দিকে তিনি বাংলাদেশ স্কাউটের বিভিন্ন প্রশিক্ষণে সফলতার সাথে অংশগ্রহণ করেন। মাস্টার ট্রেইনার সেকায়েপ (ইংরেজী) ও টিআইকিউ-(বাংলা) হিসেবে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে। আবারো তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। জানতে চাইলে আতাউর রহমান মন্ডল বলেন, আমি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করতে শিবগঞ্জবাসীর সার্বিক সহযোগীতা চাই

আপনার মতামত লিখুন :