জেলা তথ্য অফিসের উদ্যোগে গাবতলীতে মহিলা সমাবেশ ও গণউদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:54 PM, 19 May 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নে বগুড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ ও গণউদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান গতকাল বুধবার গাবতলীর সোন্দাবাড়ী প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস রহমান গামার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু। স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান। আরও বক্তব্য রাখেন সোন্দাবাড়ী আজাদ হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলটন হোসাইন, অত্র প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা ফিরোজ খাতুন ও সহকারী তথ্য অফিসার আবদুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন সোন্দাবাড়ী আজাদ হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা, আ’লীগ নেতা আঃ রাজ্জাক, সোন্দাবাড়ী মাদ্রাসার সেক্রেটারী হারুনুর রশিদ জুয়েল, সোন্দাবাড়ী আজাদ হাইস্কুলের সহকারী শিক্ষক শাহ আলম, রওনক জাহান, স্থানীয় লোকমান হোসেন, হাসেন আলী প্রমূখ। শেষে চলচিত্র ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারের ১০টি বিশেষ উদ্যোগ এবং বিভিন্ন উন্নয়কমূলক চিত্র তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন :