ঠাকুরগাঁওয়ে রথযাত্রা উৎসব শুরু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:34 PM, 04 July 2019

মোঃ আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধি॥
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী
জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব শুরু হয়েছে।
৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রী
শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ১২ জুলাই
উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
এই যাত্রায় ঠাকুরগাঁও সহ সারাদেশে হাজার হাজার ভক্ত নারী
পুরুষ অংশ নেয়। ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় গোবিন্দ জিউ
মন্দিরের রথযাত্রা আয়োজন কমিটির সভাপতি নির্মল সরকারের
আয়োজনে গোবিন্দজি মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়ে
শহরের গোধলী বাজারের দুর্গা বাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়।
অপর দিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত ইসকন
ঠাকুরগাঁওয়ের আয়োজনে মুন্সিরহাট ইসকন মন্দির হতে
একটি বর্ণাঢ্য শোভা যাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে
বিডি হলে গিয়ে শেষ হয়।
ঠাকুরগাঁও ইসকন মন্দির ও শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ এর
সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, বিশেষ
অতিথি ছিলেন মোহাঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার সহ
আরো অনেকে

আপনার মতামত লিখুন :