ডেঙ্গু প্রতিরোধে সকল শ্রেনী পেশার মানুষদের এগিয়ে আসতে হবে- বগুড়া পুলিশ সুপার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:01 AM, 20 August 2019

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সকল শ্রেনী পেশার মানুষদের এগিয়ে আসতে হবে। বাড়ী ঘর, বাগান, আঙ্গিনা, বাড়ীর ছাদ, ফুলের টপ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বগুড়া জেলায় ডেঙ্গু দমন হেল্প ডেস্ক চালু করা হয়েছে। যদি কোন এলাকায় মশার উপদ্রব বেশি থাকে সেখানে জেলা পুলিশ মশা নিধনে অভিযান চালাবে।

তিনি পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। তিনি সোমবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ীতে মশা নিধন কার্যক্রম উদ্বোধনকালে কথাগুলো বলেন। বগুড়া জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আল রাজী জুয়েলের আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় শহরের ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশা নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ দেয়া হয়।

এসময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, ফুলবাড়ি পুলিশ ফাড়ির ইন্সপেক্টর শফিকুল ইসলাম, এ্যাডঃ রুনা আক্তার, সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল, আওয়ামী লীগ নেতা আজহারুল হান্নান রিপু, কামরুল ইসলাম জুয়েল, রাশেদুল হাসান শাওন, ওয়াদুদুর রহমান মিলন, ছাত্রলীগ নেতা মীম পোদ্দার, সাজ্জাদ আলম পারভেজ, তাজমিলুর রহমান তমাল, সজীব সাহা, সুমন, সাজু, নুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :