তাজরিন ফ্যাশনে নিহত বুলবুলির সন্তানদের ক্ষতিপূরণের পূর্ণ অর্থ দাবী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:04 PM, 14 November 2015

সংবাদ আজকাল ঃ ২০১২ সালে ঢাকার তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সোনাতলার পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উজিরেরপাড়া বাইগুনী গ্রামের সাবু মন্ডলের স্ত্রী বুলবুলি বেগমের নামে ক্ষতিপূরণের বরাদ্দকৃত পূর্ণ অর্থ দাবী করেছে বুলবুলির তিন সন্তান। শনিবার সকালে বগুড়ার সোনাতলা প্রেসক্লাবে সাংবাদিকদের নিকট এ দাবী জানান বুলবুলির তিন সন্তানের পক্ষে তার স্বামী মোঃ সাবু মন্ডল। তিনি এ দাবীতে প্রধানমন্ত্রীর কার্যালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও বিজিএমইএ কর্তৃপক্ষের নিকটও পৃথক আবেদন করেন। আবেদনপত্রে উলে­খ করা হয়েছে ২০১২ সালে ঢাকার তাজরিন ফ্যাশনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করে গোবিন্দগঞ্জ উপজেলার উজিরেরপাড়া বাইগুনী গ্রামের সাবু মন্ডলের স্ত্রী বুলবুলি বেগম। মৃত্যুর পরে সে তার স্ত্রীকে সনাক্ত করে তার শ্বশুরের অনুরোধে তার শ্বশুরবাড়ী সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের চরমধুপুর গ্রামে দাফন করে। মৃত্যুর পরে বুলবুলির গর্ভের জন্ম নেয়া দুই পুত্র ও এক কন্যা সাবুর তত্ত¡াবধানে লালিত পালিত হচ্ছে। বুলবুলির মৃত্যুর পর সরকার ও বিজিএমইএ কর্তৃপক্ষ একটি অনুদানের ব্যবস্থা করে। কিন্তু সন্তানাদি বুলবুলির স্বামীর নিকট লালিত পালিত হলেও এবং সাবু মন্ডল বুলবুলির বৈধ স্বামী হওয়া স্বত্তে¡ও বুলবুলির অনুকূলে ক্ষতিপূরণের বরাদ্দ অর্থ দুই ভাগ করে এক ভাগ বুলবুলির পিতাকে এবং অপর একভাগ সাবু মন্ডলকে দেয়ার ব্যবস্থা করে। এমতাবস্থায় সন্তানদের পড়াশুনা ও সুন্দরভাবে লালন পালনের স্বার্থে সাবু মন্ডল পূর্ণ অর্থ বুলবুলির সন্তানদের নামে বরাদ্দ দেওয়ার দাবী জানায়।

আপনার মতামত লিখুন :