তিথী রায় চৌধুরী পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:01 PM, 27 April 2016
SAMSUNG CAMERA PICTURES

 

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইলের নিউ ফোকাস কেজি স্কুলের ছাত্রী ও কাগইলের ভুতপূর্ব জমিদার পরিবারের সদস্য বাবা দেবাশীষ রায় চৌধুরী,মা লিপি রায় চৌধুরীর কণ্যা তিথী রায় চৌধুরী প্রাথমিক সমাপনি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে ভবিষ্যতে ভাল পড়াশোনা করে দেশের মানুষের সেবার লক্ষে ডাক্তার হতে চায় । সে দেশবাসীর কাছে দোওয়া প্রার্থী। তার সুন্দর সাফল্যের পিছনে স্কুলের শিক্ষক/শিক্ষকা বাবা,মা ও গৃহশিক্ষক অগ্রনী ভুমিকা পালন করেছেন সেজন্য সে সকলের কাছে কৃতজ্ঞ। সে প্রতিদিন ৪থেকে ৫ঘন্টা পড়াশোনা করতো। সে তার বাবা মার স্বপ্ন পুরনের জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। বর্তমানে তিথি রায় চৌধুরী কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যায়নরত।

আপনার মতামত লিখুন :