দিনাজপুর পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপললেক্ষ এ্যাডভোকেসী ও প্লানিং সভা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:25 PM, 12 July 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুর পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী ও প্লানিং সভা মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২নং প্যানেল মেয়র মো. রেহাতুল ইসলাম খোকার সভাপতিত্বে পৌরসভার কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, মোস্তফা কামাল মুক্তি বাবু, মোস্তাফিজুর রহমান মাসুদ, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, কাজী আকবর হোসেন অরেঞ্জ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মো. লিয়াকত আলী, মমরেজ সুলতানা মালা, মো. মোজাহার হোসেনসহ মেরি স্টোপ ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিক, এফপিএবি, অরবিন্দু শিশু হাসপাতাল, আলোহা সোস্যাল সার্ভিস’র প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় দিনাজপুর পৌর এলাকায় ১৮ হাজার ৪৬৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২২৭৪ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ১৬১৯৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উলে­খ্য, আগামী ১৬ জুলাই ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নিল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশী বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুলপ্রাপ্ত শিশু ও অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

আপনার মতামত লিখুন :