দেশের জনগণকে জনশক্তিতে রুপান্তিত করতে প্রশিক্ষনের বিকল্প নেই – উপজেলা চেয়ারম্যান জাকির

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:27 PM, 23 August 2017

সোনাতলা(বগুড়) প্রতিনিধিঃ সেনাাতলা উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন ,দেশের জনগনকে জনশক্তিতে রুপান্তিত করতে প্রশিক্ষনের বিকল্প নেই। দেশ কে উন্নত রাষ্ট্রে পরিনত করতে সর্বস্তরে দায়িত্বশীলদের প্রশিক্ষন গ্রহন করতে হবে। তিনি আরো বলেন, প্রশিক্ষন গ্রহন করে তার সঠিক প্রযোগ করতে হবে । একে অন্যর পরিপরক হিসেবে কাজ করতে হবে তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি গতকাল সোনাতলা উপজেলা পরিষদে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)”র সহায়তায় , উপজেলা পরিষদের আয়োজনে ,উপজেলা মহিলা অধিদপ্তর বাস্তবায়ন সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ বিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন ,কৃষি বিভাগের মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মিকম্পোস্ট (কেঁচো সার)উৎপাদন কৌশল বিষয়ক প্রশিক্ষন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শিক্ষকগনের আইসিটি বিষয়ক প্রশিক্ষনের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন, এসময় তার সাথে ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান এনামূল হক মন্ডল ,রন্জনা খান,উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সরদার,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জাইকার প্রতিনিধি,সন্ময়ক আব্দুল হাদি প্রমূখ।

আপনার মতামত লিখুন :