দেশে এখন অন্যায় অবিচার আর অনাচারের দুঃসময় চলছে : খালেদা জিয়া

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:10 PM, 23 October 2015

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে এখন অন্যায়, অবিচার আর অনাচারের দুঃসময় চলছে। মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা দেশ থেকে এখন সম্পূর্ণভাবে তিরোহিত।
পবিত্র আশুরা উপলক্ষে মুখপাত্রের দায়িত্বে থাকা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিএনপি চেয়ারপারসন বলেন, ‘অন্যায়-অবিচার, অন্যায্য, অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়। মহানবীও (স.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীকৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।’
খালেদা জিয়া বলেন, ‘১০ মহররম বিশ্বের মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। পবিত্র আশুরার এ দিনে ঘটেছিল এক শোকাবহ ঘটনা। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদের (সা.) প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন। কারবালা প্রান্তরে সেই হৃদয়বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে। সত্য ও ন্যায়ের জন্য তার আত্মত্যাগ বাংলাদেশসহ মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।’
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতাসীন জবরদখলকারীরা জনগণের ওপর চালাচ্ছে সীমাহীন জুলুম, জনগণকে শ্বাসরুদ্ধ করতে তাদের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করেই আমাদের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
শহীদ হযরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য এবং কারবালার সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান খালেদা জিয়া এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন বলে বিবৃতিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন :