দেশ বরেণ্য লেখক ও সম্পাদক প্রয়াত জামিল আখতার বীনু’র ৮১ তম জন্মউৎসব পালন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:42 PM, 11 August 2021

সংবাদ আজকাল: বুধবার বিকেলে আলোর প্রদীপ সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্ত্বরে দেশ বরেণ্য লেখক ও সম্পাদক এবং রত্নগর্ভা মা প্রয়াত জামিল আখতার বীনু’র ৮১ তম জন্মউৎসব পালিত হয়েছে।

 

লেখকের জন্মউৎসব উপলক্ষ্যে এলাকার প্রায় শাতাধিক শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।কেক কর্তনের মধ্যে দিয়ে জন্মউৎবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্য জামিল আখতার বীনুর কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল।

 

এসময় জন্মউৎসবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও সোনাতলা প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল, আলোর প্রদীপ সংগঠনের উপদেষ্টা আখতারুজ্জামান সোহেল, আলোর প্রদীপ সংগঠনের সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন হাসিব,সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহম্মেদ রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামিউল ইসলাম, কোষাধক্ষ্য মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদক মালিহা নূরে জান্নাত,কার্যপরিষদ সদস্য মেহেদী হাসান রিপন,পরিকল্পনা কাউন্সিল সদস্য কাজী হাফিজ আল আনাম পাভেল, সদস্য সুরাইয়া আক্তার স্বর্না,রিয়াদ মাহমুদ সহ অন্যান্য সদস্যরা।

 

উল্লেখ্য প্রয়াত জামিল আখতার বীনু ছিলেন আলোর প্রদীপ সংগঠনের “আজীবন সম্মাননা” প্রাপ্ত গুণীণ। জামিল আখতার বীনু’র অর্থায়নে আলোর প্রদীপ ২০১৩ সাল থেকে সোনাতলা উপজেলায় বাস্তবায়ন করে চলেছে “জামিল আখতার বীনু দরিদ্র শিক্ষার্থী পুষ্টি প্রকল্প” নামক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি।

আপনার মতামত লিখুন :